ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার তিনশত মুক্তিযোদ্ধার মধ্যে কম্বল বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতি।
সোমবার বিকালে সংস্থার সম্মেলন কক্ষে উপস্থিত মুক্তিযোদ্ধা ও পরিবারের হাতে কম্বল ও খাবারের প্যাকেট তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোসা. তাসলিমা আলী ও বীর মুক্তিযোদ্ধা ও সংস্থার নির্বাহী পরিচালক আলহাজ¦ মো. অলিউর রহমান খাঁন।
বীর মুক্তিযোদ্ধা ও সংস্থার ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ট্রেজারার সৈয়দ নাজমুল হোসেন লোচন, পরিচালক (কার্যক্রম) মো. আকরাম হোসেন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সুর্য সন্তান, তাদের ঋণ জাতি কখনো শোধ করতে পারবেনা। ৭১ এ মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলো বলেই আমরা আজ একটি স্বাধীন দেশ পেয়েছি। সব দূর্যোগে এই বীর সন্তানদের প্রতি বিশেষ নজর রাখা সময়ের দাবী। #
Leave a Reply