স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী প্রচারণা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে বারোটায় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের ধুলদি গেইটস্থ বাসভবনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি কে এম সেলিম, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সাইফুল ইসলাম নীলু সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে বিএনপি-জামায়াত চক্র দেশে বিদেশি গভীর ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার বিষয় উল্লেখ করে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সভায় ফরিদপুর পৌরসভার ২৭ টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃত্বে সেন্টার কমিটির গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply