শাহজাহান হেলাল, মধুখালী : ফরিদপুরের মধখালীতে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর মধুখালী শাখার আয়োজনে ২৮তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর সোমবার দিনব্যাপী উপজেলার রায়পুর ইউনিয়নের দারুল উলুম হাটঘাটা কাজী জোনাব আরী মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার প্রায় ২৬টি মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
পাঁচটি গ্রুপে ৬০ জনকে পুরস্কৃত করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে সাতজন করে মোট ৩৫ জন শিক্ষার্থী আগামী ২৩ নভেম্বর ফরিদপুর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানটিতে মুফতী রফিকুল ইসলামের সভাপতিত্ব ও হাফেজ মাওলানা বাহাউদ্দীনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাটঘাটা কাজী জোনাব আলী দারুল উলুম মাদরাসার সভাপতি কাজী মাহমুদুল হাসান মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মো,শামসুল আরেফিন, মো সাজিদ আহমেদ মাসুদ, মো আশরাফুজ্জামান খান রুবেল,হাফেজ জায়েদ হাসান জিয়া,কাজী হারুনুর রশিদ, রায়পুর ইউনিয়নের সাবেক সদস্য মো. ইলিয়াস হোসেন মিয়া,হাফেজ রিয়াজুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের অতিথিগণ।
Leave a Reply