মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধুর নাম লিয়ামনি আক্তার মিতু(২০)। সে রংপুর জেলার কোতয়ালী থানার মনোহরদিয়া গ্রামের রফিকুল ইসলামের কণ্যা। নিহত গৃহবধুর স্বামী মধুখালী পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের নিরাপত্তা প্রহরী আশিকুর রহমানের সাথে পৌরসভার গাড়াখোলা গ্রামের আব্বাস বিশ^াসের তিনতলা বিøডিং এর দ্বিতীয় তলার একটি রুম ভাড়া থাকতেন। এ বিষয়ে মধুখালী থানায় একটি অপমৃত’্য মামলা হয়েছে।
লাশ রোববার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত আনুমানিক ৭-৯টার মধ্যে। মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, পারিবারিক বিষায়াদি নিয়ে মনোমালিন্যের জেরে শনিবার রাত আনুমানিক ৭-৯টার বাড়ীর সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে নিজ ব্যবহৃত ওড়না দিয়ে ছাদের কড়ার সাথে ফাঁস লাগাইয়া ঝুঁলে থাকে।
ভিকটিমের স্বামী বাইরে থেকে ঘরে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে ডেকে এনে শাবল দিয়ে দরজা ভেঙে ভিকটিমকে ঝুঁলে থাকতে দেখে লোকজনের সহায়তায় ওড়না কেটে নিচে নামিয়ে দেখে ভিকটিম মারা গেছ। উক্ত ঘটনার সংবাদ থানায় জানালে থানার এস আই কাইয়ুম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাশ হেফাজতে নিয়ে মৃতার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ বিষয়ে নিহতের পিতা বাদী হয়ে মধুখালী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply