1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
মধুখালীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার মুলে চাঁদাবাজি - আজকের ফরিদপুর
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

মধুখালীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার মুলে চাঁদাবাজি

  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৩০ জন পঠিত
মধুখালীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার মুলে চাঁদাবাজি
মধুখালীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার মুলে চাঁদাবাজি

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে আলোচিত দুই ভাই হত্যার মূল নায়ক চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন ও ইউপি সদস্য অজিত কুমার সরকার। গত মাসের ১৮ এপ্রিল সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়েনের পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত বিদ্যালয়ের নির্মাণাধীন প্রকল্পের নির্মাণ শ্রমিকদের ওপর হামলা হয়। সেখানে পিটুনিতে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের ২১ বছর বয়সী আশরাফুল ও তার ভাই ১৫ বছর বয়সী আশাদুল নামের দুই শ্রমিকের প্রাণ যায়।

শ্রমিকদের পিটিয়ে হত্যার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেওয়ার গুজব রটিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলিয়ে দুই ভাই আরশাদুল ও আশরাফুল হত্যার ঘটনায় স্থানীয় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও ১ নং ওয়ার্ড সদস্য অজিত কুমার সরকারের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে বলে বিভিন্ন সংস্থার দাবী। ২১ এপ্রিল ফেসবুকে ছড়িয়ে পড়া ১৫ ও ৪৩ সেকেন্ডের দুটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে বিদ্যালয়ের কক্ষে মেঝেতে ফেলে পেটানো হচ্ছে।

ডুমাইন ইউপি চেয়ারম্যান শাহ্ মো. আসাদুজ্জামান তপন ও ইউপি সদস্য অজিত কুমার সরকার তাতে উসকানি দিতেও দেখা যায়। তাদের ধরিয়ে দিতে পারলে বা কোনো প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করলে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। কে এই তপনঃ শাহ্ আসাদুজ্জামান তপন ডুমাইন ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে ২৮ আগস্ট ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার মৃত শাহ্ মোশাররফ হোসেন। শিক্ষাজীবনে তিনি এইচএসসি পাশ করে রাজনীতিতে যোগ দেন।

ছাত্রলীগ, যুবলীগ করে তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য পদ লাভ করলেও পরবর্তীতে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার হন। ২০২২ সালের ২৭ জুলাই ৬ নং ডুমাইন ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহ আসাদুজ্জামান তপন আনারস প্রতীকে ৩৮৫১ ভোট পেয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন। এলাকায় জনপ্রিয়তা থাকলেও তার ভিতরে ছিল দুর্নীতি, অনাচারের আগ্রাসন। সালিশ-দরবার করেও টাকা আদায়ের অভিযোগ মিলেছে তপনের বিরুদ্ধে।

সালিশ বাণিজ্য করেও অর্থ হাতিয়ে নিতেন এই চেয়ারম্যান।ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ থেকে বহিষ্কারঃ ২০২৩ সালের ৪ মে প্রধানমন্ত্রীর প্রকল্প আশ্রয়ণ-২ এর কার্যক্রমে বাধা প্রদান, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ইন্ধনসহ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ও তৎকালীন ইউএনওকে মারধরের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা এর সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শাহ আসাদুজ্জামান তপনকে তার পদ হতে ৯ মে মঙ্গলবার সাময়িক বরখাস্তও হয়েছিলেন তিনি। পরে উচ্চ আদালতের আদেশে ফিরে পান পদ।

এর আগেও টিসিবির কার্ড দুর্নীতির কারণে বরখাস্ত করা হয়েছিল তাকে। সেবারেও উচ্চ আদালতে আপিল করে তিনি পদ ফিরে পান। সে সময়েই ঘটনার প্রেক্ষিতে উপজেলা আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয় তাকে। চাঁদাবাজির অভিয়োগ ঃ দখল ও চাঁদাবাজিতে আগে থেকেই উঠে এসেছিল চেয়ারম্যান তপনের নাম। এলাকায় নিজস্ব বাহিনী দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন নিয়ন্ত্রণ। নিহত দুই শ্রমিকের বাবা শাহজাহান খানের দাবি, চাঁদা না দেওয়ায় হত্যা করা হয় তাঁর দুই সন্তানকে। পঞ্চপল্লীতে শ্রমিকদের খুন, জখম ও মারধরের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন ইউপি চেয়ারম্যান তপন ও ইউপি সদস্য অজিত কুমার সরকার।

তিনি বলেন, ঘটনার কয়েক দিন আগে আমার ছেলে মোবাইল ফোনে জানিয়েছিল, সেখানে ঝামেলা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য অজিত সরকার চাঁদা চেয়েছিল, এ নিয়ে তাদের সঙ্গে বাগ্বিতান্ডা হয়। এর পরই ঘটে হামলার ঘটনা। বিভিন্ন ব্যক্তির মতামতঃডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম মাসুম জানান,তপন নির্বাচনে জয়লাভ করলেও জনগন থেকে বিচ্ছিন্ন ছিল। অবৈধ্য বিকাশ প্রতারক চক্রের সাহায্য, সন্ত্রসী কর্মকান্ড, নিজস্ব দখলদার বাহিনী তৈরিসহ নানা ধরনের অপকর্মের সাথে জরিয়ে পরায় জনগন তাকে প্রত্যাক্ষ্যান করেছে।

নির্বাচনে প্রচুর অর্থ ব্যয় করে জনগনের ভোট কিনে নির্বাচিত হয়েছেন তিনি। তপন চেয়ারম্যানের নিজস্ব বাহিনী রয়েছে। বিভিন্ন অপকর্ম করলেও ভয়ে তাঁর বিরুদ্ধে কেউ মুখ খোলেন না। দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম তিনি চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া বিকাশ প্রতারক চক্রের হোতা তিনি। প্রতারক চক্রের কোনো সদস্য সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে তিনি তাদের পাশে দাঁড়ায়ে বাঁচিয়ে নেন। বিকাশ প্রতারক চক্রের টাকা তুলতে সহযোগিতা করেন এলাকার কয়েকজন ইউপি সদস্যসহ পাতি নেতা। এর মধ্যে উঠে আসে ইউপি সদস্য নকিব, রাজন,সাঈদ শেখ,কবিরুল,মামুন মাস্টার,আতিয়ার, সাইফুল, মিল্টন, শরিফুল, অদুৎসহ অনেকের নাম।

এসব লোক দিয়েই গড়ে তুলেছেন হাতুরি ও জমি দখল বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দী গ্রামের একজন বাসিন্দা জানান,বিশাল বাহিনী রয়েছে তপনের। তার বিরুদ্ধে কথা বললে তাকে ধরে নিয়ে নির্যাতন করে। এলাকায় টোপ, মাদক, বালু মহল দখল থেকে শুরু করে সকল অন্যায় কর্মকান্ডে সে জরিত। সরকারি যত অনুদান তা আওয়ামীলীগের নৌকায় যারা নির্বাচন করেছে তাদের কে না দিয়ে নিজের বাহিনীদের মাধ্যমে বিতরন করেন।

মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খুরশীদ আলম জানান, তপনের পিছনে অনেকেই কাজ করছে। নির্বাচনের আগে যেমন ছিল নির্বাচনের পরে তার গতিপথ পরিবর্তন হয়ে গেছে। কয়েকটি ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনার সুষ্ঠ তদন্ত করে জরিতদের বিচারের আওতায় আনাতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এ প্রবীণ নেতা। ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকের আহমেদ টোকন বলেন, আশ্রয়ন প্রকল্পের ঘর নিয়ে ঝামেলায় উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ভাংচুর হয়, সে সময় থেকে তপন জরিত থাকায় আওয়ামীলীগ থেকে বহিষ্ককৃত।

ডুমাইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম বলেন প্রশাসন নিরপক্ষ তদন্তের মাধ্যমে দোষিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে। নিরাপরাধ যেন কেই শাস্তি না পায় সেটাই দাবী করি। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু জানান, আওয়ামীলীগ পরিচ্ছন্ন দল। এ দলের নেতা কর্মীরা হবে জনগনের নিবেদিত প্রাণ। জনগনের থেকে বিচ্ছিন্ন হয়ে রাষ্ট্র বিরোধী কোন কাজকে আওয়ামীলীগ মেনে নেবে না। সে যদি এ ঘটনার সাথে জরিত থাকেন সে বিষয়ে দল তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION