শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরে মধুখালীতে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দুস্থদের মাঝে শাড়ী-লঙ্গী বিতরণ করেছেন। ৩০ এপ্রিল শনিবার বিকেল ৪টায় পৌর সদরের পশ্চিম গাড়াখোলা নিজ বাস ভবনে উপজেলার ১টি পৌসভাসহ ১১টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদকদের হাতে তুলেন দেন দুস্থদের মাঝে বিতরণের জন্য ।
বিলাসী আয়োজনে লাখ লাখ টাকা খরচ করে ইফতার পার্টি না করে সেই টাকায় দুস্থ, অসহায়, অস্বচ্ছল, হিজড়া, বেদে, ছিন্নমূল, হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ী ও লুঙ্গি।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে মাহমুদা বেগম কৃক বলেন, প্রতি বছর রমজানে সরকারি-বেসরকারি ঊর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ফরিদপুর -১ আসনের মানুষের পাশে থেকে কাজ করতে চাই ।
তিনি আরো বলেন, মহামারী কোভিড-১৯ কবল থেকে আল্লাহ’র রহমতে এখন একটু স্বাভাবিকের দিকে,এ বছর বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সমাজের অসহায় মানুষকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যাদের সামর্থ্য আছে অসহায় ও হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান ।
Leave a Reply