1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
মধুখালিতে দুই ভাই হত্যার বিচার দাবি বিএনপির - আজকের ফরিদপুর
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

মধুখালিতে দুই ভাই হত্যার বিচার দাবি বিএনপির

  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৬০ জন পঠিত
মধুখালিতে দুই ভাই হত্যার বিচার দাবি বিএনপির
মধুখালিতে দুই ভাই হত্যার বিচার দাবি বিএনপির

মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালীতে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের তদন্তের মাধ্যমে চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে গণপিটুনিতে নিহত দুই নির্মাণ শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বুধবার(১ মে) বেলা ১২ টায় মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট এলাকায় নিহতদের বাড়িতে যান নেতারা।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, এরকম নেককার ঘটনায় খবর পাওয়া মাত্রই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করে। বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরিকে আহব্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তার নেতৃত্বে আমরা আজকে মধুখালীতে এসেছি। এ রকম ঘটনার বিচার দাবি করি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও তদন্ত কমিটির আহব্বায়ক এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এ দেশের অধিবাসীদের ধর্মীয় বিশ্বাসে বৈচিত্র্য থাকলেও আবহমানকাল থেকেই নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। এখানে কোন বিবেধ সৃষ্টি করা যাবেনা। এসময় নেতারা নিহতের বাবা-মায়ের সাথে কথা বলেন ও সমবেদনা জানান। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিহতদের বাবা-মায়ের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ সহায়তা করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আমরা কোন রাজনৈতিক প্রোগ্রামে এখানে আসিনি।

ডুমাইনে শ্রমিকদের উপর যে পাশবিক কায়দায় নির্যাতন চালিয়ে হত্যা করা হয় এরকম ঘটনার যেন বাংলাদেশে আর জন্ম না হয়। ঘটনার সাথে যারা জরিত সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তারা। এবং নিহতের পরিবারের যেকোন আইনী সহায়তায় বিএনপি পাশে থাকবেন বলে আশা করেন। এসময় বিএনপির তদন্ত কমিটির সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, জাতীয় নির্বাহী কিমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ধর্মবিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু, আনিচুর রহমান তালুকদারসহ ফরিদপুর জেলা ও মধুখালী উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রমূখ।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালি মন্দিরের প্রতীমায় আগুনের খবর পেয়ে জড়ো হন এলাকাবাসী। এ ঘটনায় ওই বিদ্যালয়ে নির্মাণ কাজ করা ৭ শ্রমিককে সন্দেহ করেন স্থানীয়রা। পরে স্কুলে গিয়ে তাদের অবরুদ্ধ করে বেঁধে মারধর করা হয়। এতে গুরুতর আহত হলেও শ্রেণিকক্ষে আটকে রাখা হয়। প্রথমে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন।

পরে জেলা পুলিশ ও প্রশাসনের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান (১৯) ও এরশাদুল খান (১৫) নামে দুই ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পরেই মধুখালীর ডুমাইন ও নোয়াপাড়া এলাকা পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, রেলমন্ত্রী জিল্লুল হাকিমও পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION