মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুর ভাঙ্গা উপজেলারচুমুরদী ইউনিয়নের পুর্ব সদরদি গ্রামে, অবৈধ ড্রেজার ব্যাবসায়ী ও বালুদস্যুদের হাতে “দৈনিক সকালের সময়” পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি,মোঃ জাহিদ শিকদারকে শারিরিক ভাবে লাঞ্চলাকারীরা এখনো গ্রেফতার না হওয়ায় সাংবাদিক মহল সহ সর্বস্তরের মধ্যে ব্ইছে প্রচন্ড ক্ষোভ। গত বুধবার (১৭ আগষ্ট) ভাঙ্গা উপজেলার পুর্ব সদরদি গ্রামের বালু‚দস্যু অবৈধ ড্রেজার ব্যাবসায়ীদের বাড়ীর সামনে তিনি লাঞ্চিতের ঘটনার শিকার হন। এই বিষয় জাহিদ শিকদারের সাথে কথা হলে, তিনি গনমমাধ্যম কে বলেন,ঘটনার সময় আমি বালু উত্তোলনের এবং ড্রেজারের ছবি তুলে আমার বাসায় ফিরছিলাম।
এ খবর পেয়ে একই এলাকার ড্রেজার ও বালু ব্যাবসায়ী মোঃ খবির (৫০) তার ভাই মোঃ জামির (৩০), ফরহাদ মাতুব্বর (৪৫) ,পথিমধ্যে আমার গতিরোধ করে ইচ্ছামত তারা আমাকে কিল, ঘুষি,,চড়,থাপ্পড়, মেরে মাটিত ফেলে দেয় এবং শরীরে পরিদেয় গেঞ্জি ছিঁড়ে ফেলে। এ সময় খবির ও তার ছেলে আবদুল্লাহ আমার ধরে টানা হেঁচড়া করে হামলা চালিয়ে আহত করে। ঘটনা শুনে ¯হানীয়রা এগিয়ে এসে ঘটনা শুনেন ও জানেন। গ্রামের মুরব্বীদের পরামর্শে আমি প্রথমে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। এ ঘটনায় ভাঙ্গা থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করি। বিষয়টি নিয়ে অভিযুক্ত মোঃ ফরহাদ মাতুব্বরের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনা শুনেছি, ঘটনার সময় আমি ছিলাম না। ড্রেজার আপনার কিনা বালু উওােলন করছেন কার নির্দেশে।তিনি বললেন এটা সরকারি লোকের কাজ, সরকার বালু মাটি তুলে সরকারি মাঠ তৈয়ার করা হচ্ছে। এর বেশি জানেন ভাঙ্গার ইউএনও স্যার।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান বলেন, আমার উপজেলায় কোন অবৈধ ড্রেজার ও বালু ব্যাবসায়ী থাকবে না। আমি কঠোর অব¯হানে আছি। আগামীতে ও থাকবো।ইতোমধ্যে, আমি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ টি ড্রেজার বন্ধ করে প্রয়োজনীয় ব্যাব¯হা নিয়েছি।পুর্ব সদরদিতে ড্রেজার ও বালু ব্যাবসায়ীদের হাতে একজন সাংবাদিক লাঞ্চিত হয়েছেন। ঔ সাংবাদিক ঘটনাটি আমাকে জানিয়েছেন। আমি ড্রেজারের বিষয় জরুরী ব্যাব¯হা নিব। এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যাস্থা নেওয়া হবে।
Leave a Reply