ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী পল্লীবেড়া ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসায় বিশ্ব নবী হযরত মুহম্মাদ(সঃ) এর জীবন ও আদর্শ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার সেমিনার কক্ষে আলোচনা সভায় বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষগণ, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু ইউসুফ মৃধার সভাপতিত্বে প্রভাষক কামাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান মিয়া, সদস্য সাইদুর রহমান জামাল, উপাধ্যক্ষ শাহ সিকান্দার, চন্দ্রপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিসুর রহমান, মাওলানা আবুল বাশার খান, আঃ আউয়াল, আব্দুল্লাহ আল মামুন, হায়দার হোসেন প্রমুখ। সভা শেষে সবার মঙ্গল কামনায় দোয়া করা হয়।
Leave a Reply