ভাঙ্গা সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গায় মায়ের মহাত্ম তুলে ধরে আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নারী সামাজিক সমিতির সদস্যবৃন্দ, বি়ভিন্ন সংগঠন ও নানা শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডের সঞ্চালনায় সহকারী কমিশনার( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব,উপসহকারী পাট কর্মকর্তা এহছানুল সহ গন্যমান্য ব্যাক্তিবৃন্দ। বক্তারা বলেন, মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। একজন আদর্শ মা-ই পারেন আদর্শ ও শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলতে। ধর্মীয় দৃষ্টিতে মায়ের স্থান অনেক উচ্চে। মূলত আদর্শ সমাজ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হিসেবে তৈরি করতে মায়ের কোন বিকল্প নেই।
Leave a Reply