মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ‘‘স্মার্ট ভ’মিসেবায় ভ’মি মন্ত্রনালয়’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনসভা,ভ’মিসেবা গ্রহীদের আনুষ্ঠানিক সেবা প্রদান প্রদর্শণ, ভ’মিসেবা সংক্রান্ত ষ্টল প্রদর্শন সহ নানা আয়োজনে ভ’মিসেবা সপ্তাহ পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা ভ’মি কার্যালয়ের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় চত্বরে এসে এক আলোচনাসভায় মিলিত হয়।
সহকারী কমিশনার(ভ’মি) মাহামুদুল হাসানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন ভ’ইয়া,অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম,অধ্যক্ষ ইব্রাহিম খলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেব,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন,নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান,প্যানেল মেয়র আইয়ুব আলী,সাংবাদিক,আগত সেবাগ্রহীতা সহ নানা শ্রেনীপেশার গন্যমান্য ব্যাক্তিবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে সুচনা বক্তব্যে সহকারী কমিশনার ভ’মি মাহমুদুল হাসান ভুমি সংক্রান্ত স্মার্ট সেবা, ভ’মি উন্নয়নে আনিত নানা পদক্ষেপের কথা জানান।এ সময় তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন। তাই আমরাও স্মার্ট বাংলাদেশ গড়তে ভ’মিসেবায় ই-সেবা চালু করেছি,যাতে ঘরে বসেই সেবাগ্রহীতারা নামজারি সহ সেবাসমুহ পেতে পারে। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিশদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন বলেন, আধুনিক প্রযুক্তির সাথে ভ’মিসেবারও আমুল পরিবর্তন হয়েছে। সরকার সকল সেক্টরের ন্যায় ভূমি সেবায়ও যুগান্তকারী ভূমিকা রেখেছে। উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান বলেন,আগামীর বাংলাদেশ মানে ষ্মার্ট বাংলাদেশ। পুরনো সবকিছু ছেড়ে দিয়ে আমরা প্রায় ই-সেবা গ্রহন করেছি। আশা করি সেবার মান আরও বৃদ্বি পাবে।
Leave a Reply