মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়ায় প্রফেসর আঃ ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিকরিয়া হোসেন জানান, নৈশপ্রহরী বাবলু শেখ রাত আনুমানিক ২ টার দিকে প্রকৃতির ডাকে বাইরে গেলে তার অনুপস্থিতে বাশেঁর মই বেয়ে সংঘবদ্ধ দুর্বত্তদল বিদ্যালয়ের দ্বি-তল ভবনে প্রবেশ করে দরজার তালা ভেঙ্গে ফ্যান,ল্যাপটপ ও প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র সহ অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। তিনি আরও জানান, সকালে তালাভাঙ্গা অবস্থায় দরজা খোলা দেখতে পান।
পরে অন্যান্য শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ে গিয়ে দেখতে পান কয়েকটি কক্ষের ১২টি সিলিং ফ্যান,১টি ল্যাপটপ,বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন,শিক্ষা সংশ্লিষ্টরা ছুটে আসেন। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উৃপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন,ভাঙ্গা থানা পুলিশ এবং বিদ্যালয় সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যব্স্থা গ্রহন করা হবে।
Leave a Reply