মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি,বাদী পরিবারের উপর অব্যাহত হুমকি এবং তাদের নামে মিথ্যা মামলা দিয়ে নাজেহাল ও হয়রানির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার খারদিয়া গ্রামে নিহতের নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার মেয়ে,ভ্ইা,স্ত্রী সহ পরিবারের সদস্যরা হত্যার বর্ণণা দিয়ে আসামীদের অব্যাহত হুমকি,মিথ্যা মামলায় হয়রানি বন্ধ করে অবিলম্বে আলমগীর হত্যায় জড়িত অন্যতম আসামী শানু মাতুব্বর,সরোয়ার মাতুব্বর, নুরু মোল্লা, বাবলু মাতুব্বর এবং শাহজামাল মাতুব্বরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় পিতা হত্যার বর্ননা দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন কন্যা,স্ত্রী,ভাইসহ পরিবারের লোকজন। তারা অভিযোগ করে বলেন,এ পর্যন্ত পুলিশ কোন উল্লেখযোগ্য আসামীকে গ্রেফতার করতে পারেনি। আসামীদের মধ্যে বেশ কয়েকজন উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে এসেই হত্যা মামলা তুলে নেবার হুমকি দিয়ে নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। তারা প্রতিয়িত লুটপাটের অভিযোগ তুলে আমাদের নামে অন্তত ৫/৬ টি মিথ্যা মামলা দায়ের করেেছ।এমনকি হত্যা মামলার আসামীদের অপচেষ্টায় হত্যা কান্ডের শিকার হয়েও পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে। মিথ্যা মামলায় গ্রেফতারের ভয়ে নিহতের পরিবারের সদস্যরা বাড়িছাড়া। সময় বক্তব্য রাখেন নিহত আলমগীর মাতুব্বরের কন্যা সাদিয়া আক্তার, স্ত্রী বিলকিস বেগম,কাওসার মাতুব্বর সহ পরিবারের সদস্যরা।
কাওসার মাতুব্বর সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, এলাকায় নুরু মোল্লা,বাবলু মাতুব্বর গংরা দীর্ঘ্যদিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এক পর্যায়ে তারা পরিকল্পিতভাবে আলমগীর মাতুব্বরকে হত্যা করে। হত্যাকারীকের পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ আমাকে ভাঙ্গা থানা পুলিশ ডেকে নিয়ে রাতভর আটকিয়ে রাখে। তিনি দুঃখ করে বলেন,হত্যাকারীরা বীরদর্পে ঘুরে বেড়ালেও আমাদের লোকজন ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছ্।ে উল্লেখ্য যে, সম্প্রতি উপজেলার খারদিয়া গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ শানু মাতুব্বর ও সরোয়ার মাতুব্বরের লোকজন আলমগীর মাতুব্বরেক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
এঘটনায় নিহত আলমগীরের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে শানু মাতুব্বর ও সরোয়ার মাতুব্বর সহ ৫৭ জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।এঘটনায় ইতিমধ্যে ১জন আসামিকে আটক করলেও বাকিরা গা-ঢাকা দিয়েছে।এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়ারুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলায় এজাহারভুক্ত ১জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরকেও অতি দ্রুত আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে।
Leave a Reply