মোঃ সরোর্য়া হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের কলাতলা মালীগ্রামে জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে দুই গ্রæপের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বিকেলে ওই গ্রামের সিরাজুল ইসলাম সবেদ আলী ও নুর ইসলাম কাজী পক্ষের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ৭ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের সবেদ আলী ও নুর ইসলাম কাজী পক্ষের জনৈক ব্যাক্তির জমির সীমানা নির্ধারন কারার সময় দু,পক্ষের মধ্যে কথা কাটাকাটি পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে বিবাদমান পক্ষগুলো প্রতিপক্ষের উপর হামলা চালায়। হামলার ঘটনায় আহত সবেদ আলীর পক্ষের তার ভাই খিদির আলী(৫০),আবু বকর ব্যাপারী(৪০),আতাউর মাতুব্বর (৪২), নাইমুল ব্যাপারী (২২), তোরাপ আলী (৩২) এবং জব্বার খান(৪২) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Leave a Reply