মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ নির্বাচন। ভাঙ্গা বাজার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে শাহাবুদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনার , আলম মুন্সী সদস্য সচিব ও মামুন হোসেন হিসেবে দায়িত্ব পালন করেন।
এতে সভাপতি পদে মোঃ টিপু বিশ^াস,সাধারন সম্পাদক পদে মোঃ হায়দার আলী,সাংগঠনিক সম্পাদক পদে সামচু মাতুব্বর সহ ১৩ সদস্য বিশিষ্ঠ কমিটি নির্বাচিত হয়েছেন। বিজয়ী অন্যান্য সদস্যরা হলেন সাহাদাত খয়রাতি(কার্যকরী সভাপতি),হান্নান শেখ (সহ-সভাপতি) , শেখ আনিস (যুগ্ন সাধারন) রিপন খান (কোষাধ্যক্ষ),মিজানুর রহমান(দপ্তর ),আব্দুল আহাদ শিকারী(ক্রীড়া), আবুল বাশার শেখ(প্রচার) এবং কার্যকরী সদস্য রিয়াজ ও জামাল হোসেন নির্বাচিত হয়েছেন।
Leave a Reply