ভাঙ্গা ব্যুরো : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দুয়াইর দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদে মামার সাথে গোসল করতে এসে লাশ হলেন ভাগিনা হাসান মিয়া(২২) । মঙ্গলবার বিকেলে ওই এলাকায় প্রবাহিত আড়িয়াল খা নদে গোসল করতে ্এসে যুবকটি সাতার না জানায় অসতর্কতাবশত এ মর্মান্তিক ঘটনা ঘটে। সে মাদারীপুর জেলার সদর উপজেলার অহিদুল ইসলামের ছেলে।
নিহতের পারিবার ও উদ্ধারকারীদের তথ্যমতে জানা গেছে, হাসান তার পরিবারের সাথে রাজধানীর মিরহাজিরবাগে বসবাস করেন। ৪ দিন পূর্বে সে পাশর্^বর্তী উপজেলার দোপ পাশা গ্রামে মামা বাড়ি বেড়াতে আসে। মঙ্গলবার বিকেলে ভাগিনা হাসানকে সাথে নিয়ে মামা দ্বীন ইসলাম সরদার পাশ্ববর্তী আড়িয়াল খা নদে গোসল করতে যায়। এক পর্যায় দুজনেই সাতার না জানায় মামা দ্বীন ইসলামের সামনেই ভাগিনা গভীর পানিতে তলিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা গতকাল(মঙ্গলবার) ভাঙ্গা থানা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালায়। নদীতে প্রচন্ড শ্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহত হয়। এ ঘটনায় বুধবার সকালে ভাঙ্গা থানা ফায়ার সার্ভিসের সাব অফিসার রমেন্দ্র নাথ চৌধুরী ও বরিশাল ডুবুরী দলের লিডার নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল নদে প্রায় দুই ঘন্টব্যাপী তল্লাশী চালিয়ে দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে। লাশ উদ্বারের পর নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply