মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি শরীফুজ্জামান শরীফ ও তার পরিবারের ৩ সদস্য এলাকার একটি মামলা থেকে জামিনে মুক্তি পাওয়ায় আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধনা,পথসভা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল(মঙ্গলবার) বিকেলে ভাঙ্গা পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে উপজেলা শহর সহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ পাড়ে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।
র্যালীতে আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।এ সময় বক্তব্য রাখেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ভিপি সাইফুল ইসলাম শওকত সহ অন্যান্য নেতৃবৃন্দ। সদ্য জামিন প্রাপ্ত শরীফুজ্জামান শরীফ বলেন, উপজেলার সোনাখোলা গ্রাম ও বালিয়াচরা গ্রামবাসীর মধ্যে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে তাকে সহ পরিবারের সদস্যদের রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানীমূলক মামলা দিয়ে নাজেহাল করে চলেছে। তিনি এর প্রতিবাদ ও নিন্দা জানান।
Leave a Reply