মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের ভাঙ্গা বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেন। প্রত্যক্ষদর্শীরা জানান,গতকাল রাতে প্রথমে ভাঙ্গা বাজারের ঈদগাহ মোড়ে শাহিন ইলেকট্রনিক্সের দোকানসহ ২টি দোকান আগুন লেগে সম্পূর্ন পুড়ে যায়। পরে শনিবার সকালে বাজারের বিশ^রোড সংলগ্ন স্থানে আরেক দফা অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ভস্মিভুত হয় আরও ৮টি দোকান।
এ ঘটনায় মমিন উদ্দিনের আল্লার দান বীজভান্ডার,আকতার মিষ্টান্ন ভান্ডার,আঃ ছাত্তারের ছাত্তার সুইট, আজিজুর রহমানের বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডার,আরজু শেখের কনফেকশনারী,সাইদুল ফকিরের ফলের দোকান,শহীদের ফলের দোকান,জাহিদের কনফেকশনারী দোকান পাশে থাকা বেশ কয়েকটি দোকান সম্পূর্ন পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ২ ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্থ দোকান মলিকদের যথাসাধ্য সহযোগিতার আশ^াস দেন।
Leave a Reply