মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় “নিরাপদ মহাসড়ক, চুরি ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে,” – এক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা হাইওয়ে থানা চত্বরে এ সভায় নানা শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহণ করেন। ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের আয়োজনে সভায় যানবাহন শ্রমিক,সাংবাদিক সহ সুধীসমাজের সাথে সড়কে শৃঙ্খলা, চুরি- ডাকাতি,ছিনতাই রোধকল্পে বিভিন্ন বিষয় মতবিনিময় করা হয়।
এ সময় বক্তারা বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালুর পর হাইওয়ের দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে থ্রি হুইলার বন্ধ করা এবং সড়ক দুর্ঘটনা হ্রাস করতে গাড়ির চালক ও মালিকদের সচেতন হতে হবে। মতবিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয় মহাসড়কে চুরি ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে থ্রি হুইলার বন্ধ করা সহ বিভিন্ন অবৈধ যানবাহন আটক, ফিটনেসবিহীন গাড়ি জব্দ,মামলা সহ হাইওয়ে থানা পুলিশের সদস্যরা কঠোর ভাবে অভিযান পরিচালনা করে আসছে। বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর হাইয়ের রিজিয়নের সহকারি পুলিশ সুপার (ফরিদপুর সার্কেল) মোহাম্মদ মারুফ হ্বসান লেন, বঙ্গবন্ধু স্বপ্নের পদ্মা সেতু হওয়া দক্ষিণবঙ্গের ২১ জেলার ব্যাপক উন্নয়ন সাড়া পেয়েছে ভাঙ্গাতেও।
তারই ধারাবাহিকতা নিয়ে এক্সপ্রেসওয়েতে থ্রি হুইলার বন্ধ ও চুরি ডাকাতি ও মহাসড়কে দুর্ঘটনা না ঘটেন এজন্য সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে। এএসআই মোহাম্মদ আরিফুল আলম খানের সঞ্চালনায় হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর মুন্সি,শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, নানা শ্রেনী পেশার লোকজন প্রমূখ।
Leave a Reply