1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বোয়ালমারীতে মে দিবসে শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রা - আজকের ফরিদপুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বোয়ালমারীতে মে দিবসে শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রা

  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৯৬ জন পঠিত
বোয়ালমারীতে মে দিবসে শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রা
বোয়ালমারীতে মে দিবসে শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রা

বোয়ালমারী সংবাদদাতা : শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস (১লা মে) পালিত হয়েছে। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস এ দিন। মহান মে দিবস উপলক্ষ্যে বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজি নম্বর-৪৩১৮) ব্যানারে শোভাযাত্রাটি বের করে।

বুধবার (পহেলা মে) বেলা ১১টায় বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে শ্রমিকরা জড়ো হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিকেল ৫টায় আলোচনা সভা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

শোভাযাত্রায় বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, আওয়ামী লীগ নেতা মো. হিরু মুন্সি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, পৌরসভার সাবেক কমিশনার মনিকা রাজবংশী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিয়া মো. আমিরুল ইসলাম পলাশ।

অন্যান্যের মধ্যে বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সেলিম শেখ, সহসাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রাহাতুল করিম, প্রচার সম্পাদক ইকবাল শেখসহ বিভিন্ন পর্যায়ের নির্মাণের শ্রমিকরা উপস্থিত ছিলেন। তবে মে দিবস উপলক্ষে ফরিদপুর বাস মালিক সমিতি লোকাল পরিবহন বন্ধ রেখেছে বলে জানা গেছে। প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজ করার দাবি আদায়ে রাজপথে নেমে আসে। পুলিশের গুলিতে ১১ জন প্রাণ হারায়। পরে তাদের রক্তের বিনিময়ে এ দাবি মেনে নেওয়া হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে প্রতীক হিসেবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION