বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসআই বাবুল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ২০। বৃহস্পতিবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দপুর ওভারপাস ডাইভার্সন রাস্তায় এস আই বাবুল ও এএসআই মনির হোসেন সঙ্গিও ফোর্স নিয়ে অবস্থান করেন।
পরে মাদক ব্যবসায়ী ইজিবাইকে করে গাঁজা বহন করে সাতৈর যাওয়ার সময় স্বপন শেখকে আটক করেন। আটককৃত স্বপন শেখ (৪০) শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামের মো. মোবারেক শেখ মুকার ছেলে। উপপরিদর্শক মো. বাবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এক ঘন্টার অভিযান পরিচালনা করে আসামীকে ১ কেজী গাঁজাসহ আটক করা হয়। তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply