স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদটি শূন্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ শূন্য পদটির চাহিদাপত্র উদ্ধর্তন কর্তৃপক্ষকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেননি বলে জানা গেছে।
পক্ষান্তরে কাজী ওহেদুজ্জামান লিটন যিনি মূলত স্বাস্থ্য সহকারী পদে যোগদান করেন। পরবর্তীতে নিজ বেতনে তিনি স্টোর কিপার পদে দায়িত্ব পালন করেন একই সঙ্গে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদ শূন্য হওয়ায় এ পদের অতিরিক্ত দায়িত্ব তাকেই দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একই সঙ্গে দুইটি গুরুত্বপূর্ণ পদ একই ব্যক্তি কিভাবে পালন করেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালেদুর রহমান মিয়া এর সঙ্গে লিটনের ব্যক্তিগত সখ্যতার কারণেই একই সঙ্গে দুইটি গুরুত্বপূর্ণ পদে একই ব্যক্তি দায়িত্ব পালন করছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অতিতে এই স্বাস্থ্য কমপ্লেক্সে গাছ কাটা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছিল। এই দুর্নীতিকে ঢাকতে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক কাজী ওহেদুজ্জামান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালেদুর রহমান মিয়াকে সাহায্য সহযোগিতা করেছিল। যার ফলশ্রæতিতে উদ্ধর্তন কর্তৃপক্ষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদটি শূন্য হওয়ার পরেও উদ্ধর্তন কর্তৃপক্ষকে চাহিদাপত্রটি দেননি।
কাজী ওহেদুজ্জামান লিটনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি নিজ বেতনে স্টোর কিপার পদে এই হাসপাতালে চাকুরী করি মোঃ আক্তারুজ্জামান বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলী হয়ে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর শূন্য পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছি।”
এ বিষয়ে ডাঃ খালেদুর রহমান মিয়াকে একই ব্যক্তির নিজ বেতনে দুইটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “পদটি শূন্য হওয়ায় ব্যক্তিগত ক্ষমতা বলে তাকে এ দায়িত্বটি দেওয়া হয়েছে। অনেক সময় উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানালেও শূন্য পদে নিয়োগ দিতে সময় লাগে। শতকরা আশি ভাগ কাজ আমি করে থাকি বাকি বিশ ভাগ কাজ লিটন করে।”
একই বিষয়ে একই প্রশ্ন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমানকে করা হলে তিনি বলেন, “এই পদটি শূন্য হয়েছে আমি এ জেলায় যোগদানের পূর্বেই কিন্তু লিটনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তর থেকে আমি আপনাদের কাছ থেকে বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে উদ্ধর্তন কর্তৃপক্ষকে চাহিদাপত্র প্রদানের জন্য নির্দেশ দিয়েছি।
এই বিষয়টি আমি পর্যবেক্ষণে রাখবো চাহিদাপত্র আমার বরাবর আসলে উদ্ধর্তন কর্তৃপক্ষকে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সুধীজনের দাবী দ্রæত সময়ের মধ্যে হাসপাতালের এই গুরুত্বপূর্ণ শূন্য পদটি পূরণ করে সঠিক নাগরিক সেবা প্রদান করা হোক।
Leave a Reply