স্টাফ রিপোর্টার :
দেশব্যাপী সাত দিনের কড়া বিধি নিষেধ আরোপের প্রথম দিনে সকাল থেকে পুলিশের বিভিন্ন স্থানে চৌকি বসিয়ে ঘর ছেড়ে বাইরে আগতদের উদ্ধেশ্য ও কারণ জেনে ব্যাবস্থা নেয়ার তৎপরতা দেখা গেছে। এদিকে বেলা দশটার পর থেকে বৃষ্টি শুরু হলে সড়কে মানুষ ও যান চলাচল কমে যায়।
অপরদিকে, মঙ্গলবারও স্বাস্থ্য বিভাগের সরবরাহ করা তথ্যানুযায়ী পূর্ভবর্তী ২৪ ঘন্টায় কভিড ১৯ এ আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আরো তিন জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১৬১ জন আক্রান্ত হয়েছেন। #
Leave a Reply