স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলায় ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের নিয়ে ৩০ দিনব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনি অনুষ্ঠান শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। ২৭ মে সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলা হল রুমে এ বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা।
এ সময় আরো উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসানুুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহেদী হাচান, প্রশান্ত কুমার বাড়ৈ প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে ফরিদপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ অংশ নেন। সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর আয়োজনে এবং ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, গত (২১ এপ্রিল) রবিবার সকাল ১০ টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কোর্সের উদ্ধোধন করা হয়। প্রশিক্ষন চলাকালীন প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও মাসব্যাপী প্রশিক্ষণে গ্রাম আদালতের ভিডিও, গ্রাম আদালত আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) ও বিধিমালা-২০১৬ সহ বিভিন্ন দিক নিয়ে এ বাহিনী কে প্রশিক্ষন দেওয়া হয়।
Leave a Reply