1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানকে স্মরণ - আজকের ফরিদপুর
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানকে স্মরণ

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ১১৫১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
শনিবার বিকালে একাত্তরের ঘাতক, দালাল নির্মুল কমিটি ফরিদপুর জেলা শাখা ও সেক্টর কমান্ডার ফোরাম, মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখা এবং মুক্তিযোদ্ধা’৭১-এর যৌথ উদ্যোগে ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা হল মিলনায়তনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান খানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় শুরু হওয়া এই শোক সভায় শুরুতে দেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। সভার পরবর্তী পর্যায়ে বীর মুক্তিযোদ্ধার প্রতি ১ মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসকসহ সমাজের সর্বস্তরের মানুষ।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ শামসুল হক ভোলা মাস্টার। বিশেষ অতিথি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার ৫নং আসামী বীরমুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, ফরিদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি, ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি, শিল্পপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোঃ ফারুক হোসেন, জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, ফরিদপুর চেম্বারের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু ও সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

এছাড়া ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম.এ. সামাদ, ডায়াবেটিক হাসপাতালের সহ-সভাপতি অধ্যাপক শেখ আব্দুস সামাদসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান মুরাদ, খন্দকার মঞ্জুর আলী, শহর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত আলী জাহিদ, ফমেক সাবেক অধ্যক্ষ ডাঃ আসম জাহাঙ্গীর চৌধুরী টিটো, ফরিদপুর মটর ওয়ার্কাস (১০৫৫)-এর সভাপতি জুবায়ের জাকির, সাধারণ সম্পাদক গোলাম মোঃ নাছির, ঘাতক-দালাল নির্মুল কমিটির ও ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে ফরিদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি, শিল্পপতি শামীম হকের প্রস্তাবনায় ফরিদপুর সুপার মার্কেটের নামকরণ বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানের নামে করার অনুরোধ আসলে মেয়র শেখ মাহতাব আলী মেথু তা বাস্তবায়নের অঙ্গীকার করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION