স্টাফ রিপোর্টার : ডিবেট শুধু যুক্তি নয়, এটা মানুষের ভেতরকার বিবেককে শুদ্ধ করে পরিপূর্ন মানুষ হতে সহায়তা করে। বিতর্ক সত্যকে প্রতিষ্ঠিত করে, যারা সাহসি তাইরাই বিতর্ক করে সত্যকে অনুসন্ধ্যান করে। শুক্রবার ফরিদপুরে কবি জসীমউদ্দিন হলে দ্বাদস জাতীয় বির্তক উৎসেব কথা গুলো বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুর ডিবেট ফোরামের আয়োজনে দুইদিনের এই বিতর্ক উৎসবে অতিথি হিসাবে আরো ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, সাধারন সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, সিরাজ-ই-কবির প্রমুখ।
উৎসবের শুরুতে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের প্রতি ১ মিনিট দাড়িয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা ও র্য্লাী বের করে তারা।ফরিদপুর ডিবেট ফোরামের সভাপতি অমিত ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, আমাদের তরুন প্রজন্মকে ১৯৫২ ও ৭১ সালের চেতনা হৃদয়ে ধারন করাতে না পারে,একটা অপশক্তি অপসংস্কৃতি আমাদের সমাজকে গ্রাস করে ফেলবে। জেলা প্রশাসক আরো বলেন, পৃথিবীতে যে দিন থেকে সভ্যতা শুরু হয়েছে, সেদিন থেকেই তর্কের শুচনা শুরু হয়েছে। কারন তর্ক ছাড়া সত্যের অনুসন্ধ্যান করা যায় না।
আধুনিক সভ্যতার যে আবিকার তার যুক্তির কা তর্কের মাধ্যমেই সৃষ্টি হয়েছে। অমিত ঘোষ জানান, দুই দিনের এই বিতর্ক উৎসেব দেশের বিভিন্ন জেলা থেকে সাড়ে ৬ শ, (স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয় তিন গ্রুপের) বির্তাকিক অংশ নিয়েছে। তিনি জানান, শনিবার বিকালে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৈফিক ই এলাহী চৌধুরী উৎসবের বিজয়ীদের হাতে সনদ তুলে দেওয়ার মধ্যদিয়ে শেষ হবে এই উৎসব।অনুষ্ঠান শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি ১মিনিট দাড়িয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয়।
Leave a Reply