স্টাফ রিপোর্টার :ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরসদরে অবস্থিত বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ভাংচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার(১৯ নভেম্বর) রাতে ভাংচুরের খবর ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। স্থানীয় ও দলীয় সুত্রে জানা গেছে, দৃষ্টিগোচর হওয়ার আগে যে কোনো সময় বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরের চেষ্টা করে দুর্বৃত্তরা।
শনিবার রাতে এ ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা (স্থানীয় আওয়ামী লীগ) এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে। এ ঘটনায় রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসদরের সোনালী ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয় নেতাকর্মীরা।
প্রতিবাদসভায় স্থানীয় প্রশাসনকে আগামী ৭ দিনের মধ্যে ঘটনাটির তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানানো হয়। নাহলে দলীয়ভাবে কঠোর আন্দোলনের হুশিয়ারি জানান নেতাকর্মীরা। এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ইটের টুকরা জব্দ করা হয়েছে। ওই এলাকায় পুলিশ পাহারায় রাখা হয়েছে। এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হয়নি। সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে দোষীদের চিহ্নিত করার।
Leave a Reply