স্টাফ রিপোর্টার ::
ফরিদপুর জেলায় করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে। রবিবার সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ লকডাউনের ঘোষনা দেন জেলা প্রশাসক অতুল সরকার। লকডাউনের মধ্যে শুধুমাত্র কাচাঁ বাজার ও ঔষধের দোকান ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে।
এদিকে সকাল থেকে পৌরসভার মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি শুরু হয়েছে। সবাইকে উপযুক্ত কারন ছাড়া শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। অফিসের গাড়ী ছাড়া কোন গাড়ী শহরে আসতে ও বের হতে দেয়া হচ্ছে না।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ২জন করোনা পজিটিভ, ২জন সন্দেহজনক মৃত্যু (পরীক্ষার রেজাল্ট হাতে আসেনি)। হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২১জন ভর্তি হয়েছে। মোট ভর্তি রয়েছে হাসপাতালটিতে ১২৭জন।
ভিডিও : https://youtu.be/VTgmGpqFu50
ফরিদপুর জেলায় গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৬শ এর উপরে। আর মৃত্যু বরন করেছেন ১৫ জন। করোনার সংক্রমনের হার ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটির জরুরী সভায় বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। ফরিদপুর পৌর এলাকা ছাড়াও ভাঙ্গা ও বোয়ালমারী পৌর এলাকায়ও এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করা হয়। #
Leave a Reply