স্টাফ রিপোর্টার :
খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন, যাপন ও যুব সমাজকে এগিয়ে নেবার প্রত্যয় নিয়ে ফরিদপুরে শুরু হওয়া বীর মুক্তিযোদ্ধা হাসিবুল হাসান লাবলু স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে শহরের লাবলু সড়কে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি, শিল্পপতি শামীম হক। উদ্বোধক ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক ঝর্না হাসান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার মোঃ নাইম। এছাড়া বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু। আ.লীগ নেতা মনিরুল হাসান মিঠু, শহর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণীর পূর্বে মরহুম হাসিবুল হাসান লাবলুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। লাবলু পুত্র শরিফুল হাসান প্লাবন ও প্রলয় হাসান স্মৃতি পরিষদের সকল নেতৃবৃন্দকে সাথে করে অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
লাবলু স্মৃতি সংঘের উদ্যোগে শহরের আলীপুরস্থ হাসিবুল হাসান লাবলু সড়কে অনুষ্ঠিত সপ্তাহ ব্যাপী টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ২০টি দল অংশগ্রহণ করে। চ‚ড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ দুটি দলের ম্যাচ শেষে রাত দশটায় পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রাফি জিতে নেন হিউম্যান রিসপেক্ট দল এবং রানার-আপ হন সি কে এস। টুর্নামেন্টে ম্যান-অব-দ্য ম্যাচ পুরস্কার পান মোঃ শিবলী, সেমিফাইনালে ম্যান-অব-দ্য ম্যাচ পুরস্কার পান আসিফ।
Leave a Reply