স্টাফ রিপোর্টার :
ফরিদপুর জেলার সদর উপজেলার নর্থচ্যানেল ও অম্বিকাপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি মেনে ফরিদপুর রেড ক্রিসেন্ট ইউনিট ফুড প্যাকেজ বিতরণ করেছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সিএনবি ঘাটে এবং দুপুরে কাচারীর চর মোহন মিয়া হাইস্কুল মাঠে এ বন্যায় অধীক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে রয়েছে ৭.৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১লিটার তৈল ও হাফ কেজি সুজি। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান কাজী গোলাম মহিউদ্দিন, সেক্রেটারী মোঃ সামসুল বারী, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিন উদ্দিন আহমেদ, নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুজ্জামান, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বারী চৌধুরী, আজীবন সদস্য মোঃফরহাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার কাজী আসাদুজ্জামান, যুব প্রধান মোঃ শাহিন শিকদার আপন এবং যুব রেড ক্রিসেন্ট সদস্য।
Leave a Reply