ফরিদপুর প্রতিনিধি :
স্বাধীনতা সংগ্রামে বিশেষ অবদান রাখা ফরিদপুরের ৭১ বছর বয়স্ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অলিয়ার রহমান খানকে সমাজ সেবায় অবদান রাখায় জাতিসংঘের অনুসৃত একটি মানবাধিকার সংস্থা ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস কর্তৃক সম্মাননা দেয়ায় সংবর্ধনা দিয়েছে বেসরকারী উনয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতি। বুধবার সকালে সংস্থার কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তির সংগ্রামে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, এখন তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করছি। যদিও এখনো আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠন করতে পারিনি, এটাই এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ।
নাজমুল হাসান লোচনের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মো. ওয়াজেদ আলী, মো. আকরাম হোসেন বক্তব্য রাখেন।
এর আগে অলিয়ার রহমান মানবাধিকার রক্ষা ও সমাজ সেবায় ভারত বাংলাদেশ ফ্রেন্ডশীপ এ্যাওয়ার্ড, নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এ্যাওয়ার্ড ও থাইল্যান্ড বাংলাদেশ ফ্রেন্ডশীপ এ্যাওয়ার্ড লাভ করেন। #
Leave a Reply