সবুজ দাস : ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে জুলাই শনিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর অডিটরিয়ামে এ সভা অনুষ্টিত হয়। এ সময় সংগঠনের সভাপতি এবং জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব ইমান আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক শ্রমিকদের অধিকার আদায়ের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি বলেন জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ১৯৯৪ সালে ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসিবুল হাসান লাবলুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়।
তারই আপ্রান প্রচেষ্টা ও বর্তমান ইউনিয়নের সভাপতি ইমান আলী মোল্লার সঠিক নেতৃত্বে সংগঠনটি আজ পরিপূর্ণতা পেয়েছে। তবে আগামীতে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্ধারণ করার কথা তুলে ধরে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রæতি দিয়ে সকলের পাশে থাকার অঙ্গিকার করেন তিনি। এ সময় পদ্মা সেতুসহ দেশের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপির জামাতসহ স্বাধীনতার পরাজিত শক্তিরা একের পর এক ষড়যন্ত্র করে দেশকে পিছনের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা করছেন। তাই এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো: নাছির, জেলা মটর ওয়াকারস ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির প্রমুখ। অনুষ্ঠানে বিগত বছরের আয় ব্যায়ের হিসাব পাঠ করেন শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুক্তা। এ সময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply