স্টাফ রিপোর্টার : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ফরিদপুর স্বাধীনতা চত্বরে মোমবাতি প্রজ্জলন করা হয়। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কোট পাড়ে স্বাধীনতা চত্বরে এই মোমবাতি জালিয়ে শহীদরে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
এসময় জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশাসহ জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে অংশ নেন।পরে উপস্থিত সকলে স্বাধীনতা চত্বরের বেদীতে শত শত মোমবাতিতে আগুন জালিয়ে শহীদের স্মরণ করেন।
Leave a Reply