সদরপুর সংবাদদাতা : ফরিদপুর ২ আসন থেকে কৃষ্ণপুর ইউনিয়নকে ফরিদপুর ৪ আসনে সংযুক্ত করায় নির্বাচন কমিশনার (ইসি) কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস, সাবেক চেয়ারম্যান চৌধুরী আবুল কাইয়ুম হিরুসহ ১২ জন ইউপি সদস্য ও ইউনিয়নের প্রায় ৬০ হাজার জনগণ। আজ শনিবার দুপুরে খবরটি কৃষ্ণপুর পৌঁছালে কৃষ্ণপুরের সর্বসাধরণের মাঝে আনন্দ বিরাজ করতে থাকে।
বিকেলে চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাশের নেতৃত্বে সর্বস্থরের জনগণ আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করে। পরে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ চৌধুরী (পিরু ঠাকুর), বীর মুক্তিযোদ্ধা আ: মজিদ মিয়া ও আলতাফ মাতুব্বর প্রমুখ।
Leave a Reply