স্টাফ রিপোর্টার : একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ফরিদপুর সিটি কলেজের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সিটি কলেজের আয়োজনে, (২১ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১ টার দিকে শহরের সিটি কলেজের চতুর্থ তলায় এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরিদপুর সিটি কলেজের অধ্যক্ষ মোঃ কাজী আফছার উদ্দিন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক ও সিটি কলেজের গভর্নিং বডি সভাপতি মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, এই কলেজে পড়ার জন্য যাদের মানুষিক প্রস্তুতি আছে তারাই এই কলেজে পড়াশোনা শুরু করো। অন্যথায় টেস্টে ফেল করে বড় বড় সুপারিশ নিয়ে গেলেও এক জনকেও পাস করার অনুমতি দেওয়া হবেনা। তিনি বলেন, ভাগ্য পরিবর্তনে তোমরা এখন থেকেই পরিশ্রম করতে শুরু কর। তোমাদের এই পারিশ্রমিক বিফলে যাবে না। স্মার্ট ফোন তোমাদের জীবনটাকে ধংস করে দিচ্ছে। তিনি আরো বলেন, একজন শিক্ষার্থী ১২ ঘন্টা পড়া শোনায় সময় দিতে হবে। তোমাদের জীবনের সময়টাকে নষ্ট করবেনা। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তোমাদের জীবনে এখন গুরুত্বপূর্ণ স্তর। সেইজন্য স্মার্ট ফোন বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা, তিনি তার বক্তব্যে বলেন, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের রাস্তায়, রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার সময় না। তোমাদের এই বয়সীর ছেলে মেয়েদের হাতছানি দিয়ে ডাকবে। কিন্তু আড্ডায় যাওয়ার কথা কোন সময় মনেই আনবে না। বাড়ীর আপন ভাই বোনদের মতো কলেজের প্রত্যেকটা ছেলে মেয়েরা তোমরা একত্রিত ভাবে পড়াশোনা করবা। এতে পরে একটি মধুর স্মৃতি জরিয়ে থাকবে। এই কলেজের কোন একটা শিক্ষার্থী যেন কলেজ জীবনে বাল্য বিবাহের শিকার না হয়।
তোমাদের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। সেইজন্য পড়ালেখার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত হতে হবে। স্বাগত বক্তব্য রাখেন সিটি কলেজের সমাজ বিভাগের শওকত আলী। এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (এনডিসি) মোঃ মুজিবুল ইসলাম সহ সিটি কলেজের প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জয়া, নবীনদের মধ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থী সালাউদ্দিন, মানবিক শাখার রিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর সিটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রেহেনা পারভীন।
Leave a Reply