স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে,(২৬ ডিসেম্বর) সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তাগণ এবং সদরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ ও উপজেলার অন্যান্য দপ্তরের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি স্বাভাবিক করণে ও সদরের বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা এর সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ জলিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম সরোয়ার হোসেন (সন্টু), সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তার পক্ষে ডাঃ শেখ মুহাম্মদ বিন ফারুখ সানি, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী (বারী) প্রমুখ। এ সময় সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, ইভটিজিং, জঙ্গিবাদ, ছিনতাইকারী, মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদার সহ নানা দিক নিয়ে আলোচনা হয়।
Leave a Reply