পারভেজ চোকদার :
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ (১০ সেপ্টেম্বর) ফরিদপুর প্রেসক্লাবের উপনির্বাচন (২০২০-২১) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নাগরিক বার্তার সম্পাদক মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে দেশ টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান খোকন এবং সহ-সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম টিটো নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১ টা পর্যন্ত। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকাল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গননা করে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
নির্বাচনে হাবিব-খোকন-টিটো পরিষদ ১৮টি পদের মধ্যে সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদকসহ সাতটি এবং কবির-সোহেল-শিপন পরিষদ সভাপতি পদসহ ১১টি পদে প্রতিদন্দিতা করে জয়লাভ করে। #
Leave a Reply