1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা 
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা 

  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২২৪ জন পঠিত
ফরিদপুর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা 
ফরিদপুর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা 

স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌর আওয়ামী লীগের ২, ১৮,১৯ ২২,২৩ ও ২৫ নং ওয়ার্ডের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় শহরস্থ সিভিল সার্জনের কার্যালয়ের সম্মূখে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য বিপুল ঘোষ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ ফারুক হোসেন, হা- মীম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে আজাদ,

জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ, জেলা আওযামী লীগের সদস্য আক্কাস হোসেন, ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ সুলতান খান রাহাত, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন বাপ্পি। এসময় পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। তাই নিজেদের মধ্যে কাঁদা ছোঁড়া ছুড়ি বন্ধ করতে হবে। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তা জনগণের কাছে পৌঁছাতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই আমরা সবাই কাজ করব। তাই আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।

সে উদ্দেশ্য সরকারের উন্নয়নমূলক কার্যক্রম গুলো জনগণের মধ্যে প্রচারণা করতে হবে। একই সাথে ফরিদপুরের চারটি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়লাভ করানোর জন্য সবাইকে কাজ করতে হবে। পরিচিতি সভা শেষে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে অনুষ্ঠান সফল করতে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION