স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা যুবলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর বেলা ১২:৩০ টায় ফরিদপুর শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের আহŸায়ক জিয়ারুল হাসান মিঠুর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা ও উপজেলা যুবলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আগামী ১৬ সেপ্টেম্বর নগরকান্দা উপজেলা ও ১৭ সেপ্টেম্বর সালথা উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে তারিখ ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আওয়ামী যুবলীগের নতুন কমিটি গঠন ও সম্মেলনের মাধ্যমে সংগঠনের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে সচেতন মহল মনে করে।
Leave a Reply