শহর প্রতিনিধি ১২ ই মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ বেলা ১২ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বিপুল ঘোষ এর সভাপতিত্বে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল হক,পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা যুব লীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আসন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার জন্য সকল ধরনের প্রচার ও প্রচারনায় যাতে কোন ধরনের ঘাটতি না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে বলেন এবং বিভিন্ন ধরনের ব্যনার, পোস্টার ও লিফলেট বিতরনের মাধ্যমে সম্মেলনকে সফল করতে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply