স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা অটোরিক্সা-অটোটেম্পু ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৮ অক্টোবর। এই নির্বাচনে ১২ অক্টোবর বুধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বিভিন্ন পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীতার জন্য ২১ জন মনোনয়ন সংগ্রহ করেন। শহরের গোয়ালচামট জেলা পরিষদ মার্কেটস্থ সংগঠনটির কার্যালয়ে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের কাছ থেকে শ্রমিক নেতারা এই মনোনয়ন সংগ্রহ করেন।
প্রধান নির্বাচন কমিশনার পৌর কাউন্সিলর গোলাম মোঃ নাছির, সদস্য সচিব আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান শেখ মানা, পরিচালনা সদস্য অটোটেম্পু মালিক সমিতির সভাপতি মুনসুর মিয়া লাবলু, সাংবাদিক সংগঠক বিজয় পোদ্দার, হাসিবুল আমিন সিদ্দিকি নিপন এ সময় উপস্থিত ছিলেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ কবির হোসেন, কার্যকরি সভাপতি পদে মোঃ সামচু মোল্লা, সাধারণ সম্পাদক পদে মোঃ হাকিম মিয়া, সহ-সভাপতি পদে মোঃ আক্কাছ আলী শেখ, যুগ্ম সম্পাদক পদে মোঃ আছির উদ্দিন মন্ডল, মোঃ মামুন মন্ডল, সহ-সম্পাদক পদে মোঃ তারা ফকির, মোঃ মশিউর রহমান, মোঃ রিপন শেখ, মোঃ নান্নু মিয়া, মোঃ বিল্লাল শেখ, মোঃ আনোয়ার মোল্লা, কোষাধ্যক্ষ পদে মোঃ লিয়াকত আলী বাবু, মোঃ আবুল কাশেম মোল্লা, সড়ক সম্পাদক পদে তোতা শেখ, মোঃ লাবলু খা, মোঃ লিটন মিয়া, মোঃ আলমগীর হোসেন, মোঃ আরিফ শেখ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে মোঃ শহিদ বেপারী, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাশেদ মিয়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
১৩ অক্টোবর বৃহস্পতিবার ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মনোনয়নপত্র প্রার্থীরা জমা দেবেন। ফরিদপুরের বিভিন্ন স্থানে চলছে আলোচনা ঝড় ৭৬৬ জন শ্রমিক ভোটার ভোট প্রয়োগের মাধ্যমে ১৩টি পদে ৩ বছরের জন্য নেতা নির্বাচিত করবেন।
Leave a Reply