সংবাদদাতা, রাজবাড়ী :
বাংলাদেশ জাতীয়তাবাদি দল ( বিএনপির ) ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন দেশে গনতন্ত্র নাই কালো আইনের মাধ্যমে জনগনকে নিপিরন করা হচ্ছে। আজকে মিথ্যা মামলা হামলা দিয়ে বিএনপির আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী বলেছেন, গনতন্ত্র পুনুরুদ্ধারের আন্দোলন ও স্বাধীন মত প্রকাশের আন্দোলন চলমান থাকবে। যার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকার কোন পরিবারের দায়িত্ব নেয়নি। এ দেশের নির্যাতিত মানুষের নির্যাতিত পরিবারের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তারই ধারাবাহিকতায় আমরা আজ রাজবাড়ী এসেছি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, তারেক রহমানের নির্দেশনায় আন্দোলনের মাধ্যমেই সরকারকে গদি থেকে নামানো হবে। আমরা এই অবৈধ সরকারকে পদত্যাগের সময় দিতে চাই না চাই অপসারন। আমরা আন্দোলনের মাধ্যমেই তারেক রহমানের নির্দেশনায় গনতন্ত্র ফিরিয়ে আনবো। বৃহস্পতিবার ( ০৬ অক্টোবর ) সকাল ৯ টায় রাজবাড়ীর মহিলা দলের গ্রেপ্তারকৃত নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির বাসায় তার পরিবারের স্বজনদের সাথে দেখা করে এসব কথা বলেন তারা। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজবাড়ী জেলা মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির পরিবারের সাথে সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয়তাবাদি দল ( বিএনপির ) ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী, রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্মৃতির পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়াসহ সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন তারা। পরে সকাল ১০ টার দিকে স্মৃতির বাসায় আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি হেলেন জেরিন খান, সহ-সভাপতি সাবেক এমপি নেওয়াজ হালিমা, রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ নেতাকর্মীরা। এ সময় গ্রেপ্তারকৃত স্মৃতির পরিবারের খোজ নেন তারা। এর আগে সোনিয়া আক্তারের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগের মামলায় গত ৫ অক্টোবর রাজবাড়ী থানা পুলিশ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি (৩৫) কে রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা এলাকার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটি করেছেন রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের মৃত আখতার উদ্দিন চৌধুরীর ছেলে ও মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মোঃ সামসুল আরেফিন চৌধুরী।
Leave a Reply