সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ছিলাধরচর সদরদী এলাকায় কিবরিয়া কে হত্যার দায়ে পুত্র মোঃ নাঈম ফকির (১৯) কে আটক করেছে র্যাব-৮। ১৩ ই ডিসেম্বর ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে নাইম কে আটক করে র্যাব। এ বিষয়ে র্যাব জানায় গত ১০ ডিসেম্বর মোঃ নাঈম ফকির (১৯), পিতা-মৃত কিবরিয়া, মাতা-তাসলিমা বেগম, সাং-ছিলাধরচর সদরদী, থানা- ভাঙ্গা, জেলা-ফরিদপুর নামের এক ব্যক্তি তার নিজের পিতাকে হত্যা করেছেন।
উল্লেখ্য ঘটনাটি ঘটার পর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যায় এবং আত্মগোপন করে। এই হত্যা ঘটনাটি জাতীয় ও স্থানীয়ভাবে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর র্যাব ক্যাম্প পিতার হত্যাকারীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন। এরই ধারাবাহিকতায় ১৩/১২/২০২২ তারিখ র্যাব-০৮, বরিশাল (ফরিদপুর ক্যাম্প) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তি নিজেকে আত্মগোপন করে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের সত্যতা পাওয়ার পর র্যাব-০৮ বরিশাল (ফরিদপুর ক্যাম্প) র্যাব-৪ এর সহায়তায় ১৩/১২/২০২২ তারিখ গভীর রাতে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পিতার হত্যাকারী মোঃ নাঈম ফকির (১৯)কে গ্রেফতার করতে সক্ষম হন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব ৮ জানিয়েছে।
Leave a Reply