স্টাফ রিপোর্টার : ফরিদপুরে শহীদজায়া শিশু-কিশোর সংগঠন খেলাঘার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহসিকা, সুহাসিনী-সুমঙ্গল ভাষিণী পান্না কায়সারের স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর খেলাঘর জেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য হাসান তারেক বক্তব্য দেন।
জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদের ফরিদপুর অঞ্চলের সমন্বয়কারী মোশায়েদ হোসেন ঢালী, জাসদ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা অশোক কুমার সিংহ রায়, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত তানিয়া, জেলা খেলাঘরের সহ-সভাপতি উত্তম দত্ত, খেলাঘরের নবীণ সদস্য শিক্ষার্থী ফারজানা জামান প্রমুখ। বক্তারা বলেন, পান্না কায়সার আমাদের মাঝে যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ বুধে ধারণ ও লালন করে আমাদের এগিয়ে যেতে হবে।
এগিয়ে চলার নামই পান্না কায়সার, তিনি আজীবন থাকবেন আমাদের সকল কাজের অনুপ্রেরণা হয়ে। বক্তারা বলেন, আমাদের দেশে সাহসি মানুষের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এবং সাহসি জাতির সৈনিক হিসেবে গড়ে তুলতে পারলে পান্না কায়সারের প্রতি সঠিক শ্রদ্ধা জানানো হবে। শহীদ জায়ার সংগ্রাম মুখর জীবনের সংক্ষিপ্ত আলোকপাত করেন জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক আক্তারী জাহান।
সভার শুরুতে ‘আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো’-গানের সাথে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহীদজায়া স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রসঙ্গত শহীদজায়া পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। গত ৪ আগস্ট তিনি পরলোক গমন করেন।
Leave a Reply