স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান যুবলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের উন্নয়নের দোয়ার খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দুঃসাহসীক অভিযানে যে সাফল্য আজ মাথা উঁচু করে দাড়িয়েছে তার নাম পদ্মা সেতু। এই সেতু নির্মাণের কারণে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের পথ তৈরী হওয়াসহ নতুন শিল্প সম্ভাবনার সূর্য্য ঝিলিক দিচ্ছে।
হাজার বাঁধা আর প্রতিকূলতা ভেঙ্গে নিজেস্ব অর্থায়নে জননেত্রী যে সক্ষমতার যুদ্ধে জয়ী হয়েছে তার গৌরব ও সাফল্য গোটা দেশ ও জাতির। তিনি বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরে এক প্রতিক্রিয়ায় উল্লেখিত কথাগুলো বলেন। সেই সাথে তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে নেত্রীর আদর্শে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
Leave a Reply