স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় ফরিদপুরে নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ফরিদপুর জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৩ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নারীদের হাতে চেক তুলে দেন।এই কোর্সের মাধ্যমে ক্যাটারিং, বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়ন ডিজাইন ও ইভেন ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স ট্রেডে ১ শত ৪৭ জন নারীকে ৮০ দিনের প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়েছিল।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে যাতায়াত ভাড়া বাবদ ১শত ৪৭ জনের মধ্যে ১৩ লক্ষ ৭৮ হাজার ১ শত ৫০ টাকার চেক প্রদান করা হয়। ফরিদপুর জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শাহানাজ পারভীন এর সভাপতিত্বে, চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক। এসময় প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা লিজা ইসলাম সহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply