মনির মোল্যা, নগরকান্দা থেকে : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুরের নগরকান্দা উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে রবিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পরিষদ হল রুম নগরকান্দায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু (এমপি)।
এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক মেহেদী হাসান লিটু, সদস্য বিপুল কুমার প্রমূখ। সম্মেলনে আগ্রহী প্রার্থীদের সিভি জমা নেওয়া হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু বলেন, শেখ হাসিনার নেত্রীত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন জামাত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। শেখ হাসিনার কর্মীরা কখনো জামাত-বিএনপিকে ভয় পায়না। ফের যদি জামাত বিএনপি দেশে কোন নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করে তাহলে জনগণকে সাথে নিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
Leave a Reply