মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দায় ২৪৮ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- ওই গ্রামের আবুল হাসেম শেখের ছেলে কামাল হোসেন রাজিব (৩৫) ও একই উপজেলার ডাঙ্গী বাঙ্গালকান্দা গ্রামের শামচেল শেখের ছেলে সোহেল শেখ (২৮)। নগরকান্দা থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, গ্রেফতার ওই দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের শনিবার সকালে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply