স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের একটি ভাড়া বাসায় নকল কসমেটিক তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান রূপচর্চার প্রসাধনী ও নামী দামী ব্র্যান্ডের নকল কসমেটিক জব্দ করা হয়েছে। এসময় নকল পণ্য তৈরীর কারখানা মালিক রাসেল চোকদার (৩৫) কে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রাসেল চোকাদার ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের বিলনালিয়া গ্রামের বাসিন্দা।
সোমবার (০৭ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার মিয়াপাড়া সড়কে নকল প্রশাধনী প্রস্তুতের ওই বাড়িতে পারচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কাযালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খায়রুজ্জামান। ওই বাসার ভাড়াটিয়া রাসেল চোকদার দীর্ঘদিন যাবত নকল পণ্য তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। এসময় প্রায় সাড়ে ৪ লাখ টাকার নকল প্রসাধনী তৈরীর কাচামালসহ প্যাকেটজাত পণ্য জব্দ করা হয়। আধাপাকা ঘর ভাড়া নিয়ে দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের নকল বিউটি ক্রিম, স্কিনক্রিমসহ ১৩টি প্রসাধনী পন্য তৈরি ও বাজারজাত করতেন রাসেল।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন নামী দামী ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করা হয়। তিনি আরো বলেন, রাসেল চোকদার নামের এক ব্যক্তি ওই বাড়ির দুইটি কক্ষ ভাড়া নিয়ে এই নকল পণ্য তৈরির কারখানা স্থাপন করেন। রাসেল চোকদারকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় মালামালও জব্দ করা হয়।
Leave a Reply