চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রামের মৃত শেখ আজিজের ছেলে শেখ আতাহার (২৩) কে ধর্ষণের অভিযোগে গ্রেফতারের পর শুক্রবার ফরিদপুর মুখ্য হাকিম আদালতে প্রেরন করেছেন থানা পুলিশ। তার বিরুদ্ধে প্রতিবেশী কিশোরীকে ধর্ষন ও অন্ত:সত্তা করার অভিযোগ রয়েছে। ওই যুবক দীর্ঘদিন দুবাইতে অবস্থান করলেও করোনার মধ্যে দেশে এসে আর যেতে পারেনি।
ওই কিশোরীর পরিবারের অভিযোগ, কয়েক মাস আগে ওই ব্যাক্তি প্রতিবেশী কিশোরী (১৩) কে নিজ বাড়ীতে কৌশলে ডেকে নিয়ে প্রথকবার ধর্ষন করে কাউকে না বলার জন্য শাসিয়ে দেয়। এরপর একাধিকবার ধর্ষন করার ফলে ওই কিশোরী চার মাসের অন্তঃস্বত্তা পড়লে মারীরিক পরিবর্তন ও অসুস্থতার কারণে সকলের নজরে আসে।
এঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি মামলা করেন। মামলা নং-০১, তাং-০২/৭/২০২১ খ্রি.। পুলিশ ০২ জুলাইই অভিযুক্ত যুবক আতাহার শেখকে গ্রেফতার করেন এবং কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠন।
জানা যায়, ওই কিশোরী পার্শ্ববতী সবুল্ল্যা শিকদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী।
সপ্তাহ আগে এ ঘটনা ফাঁস হয়ে গেলে এলাকায় তোলপাড় শুরু হলেও স্থানীয় একটি মহল ঘটনাটি ধামাচাপা দিতে আপোষ মিমাংষার নামে দেন দরবার করে চলছিল। কিন্ত শুক্রবার চরভদ্রাসন থানায় মামলা মামলা হওয়ার পর পুলিশ ধর্ষক আতার শেখকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করেন। #
Leave a Reply